নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহাবুব আলম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সিংড়াটি এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে হত্যাকান্ডের বিষয়ে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করায় এদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে জানায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন।
নিহত মাহাবুব আলম (২৩) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের সিংড়াটি গ্রামের হানিফা ভূইয়ার ছেলে। মাহবুব দুপ্তারা ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক। আহতরা হলেন, হাবিব, হাসমত আলী ও ইব্রাহিম ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, নারায়ণগঞ্জে আড়াইহাজার উপচেজলার দুপ্তারা সিংড়াটি এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে হাসমত ও মাহবুবের বিরোধ চলে আসছিল। হাসমত ও মাহবুব সম্পর্কে বেয়াই হয়। জমির সংক্রান্ত দেনাপওনা নিয়ে তাদের উভয়ের মধ্যে কথা কাটিকাটি হয়। এক পর্যায়ে হাসমত তার লোকজন নিয়ে গিয়ে মাহবুবকে এলোপাতালি মারধর ও কুপিয়ে রক্তাত্ব জখম করে। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা। আহত অন্য তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে৷ এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ বিচার চেয়ে শাস্তির দাবি করে নিহতের স্বজনরা।
নিহত মাহাবুবের ভাই হাবিবুর জানান, হাসমত লোকজন নিয়ে মাহবুবকে এলোপাতারি মারধর ও কুপিয়ে আহত করে। জমি নিয়ে বিরোধ নিয়ে মাহবুবকে মারা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহবুবু নামে একজন নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের মধ্যে কিসমত ও কামাল নামে ২ জনকে ঘটনায় জরিত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আল/দীপ্ত সংবাদ