নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৯ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লার হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহিন সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের হাজিপাড়া এলাকার নজিবুর রহমানের ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে রবিবার (১৯ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লার মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় আশরাফুল নামে এক কিশোরের শরীরে ধাক্কা লাগে। এ সময় আশরাফুল চড় দিয়ে শাহিনকে গালাগাল করেন। এতে শাহিন কয়েকজনের একটি দল নিয়ে আশরাফুলকে ধরতে তার বাড়ির কাছে যায়। আশরাফুলও দলবল দেখে ছুরি হাতে ধাওয়া করে। এক পর্যায়ে শাহিনের পেটে পর্যায়ক্রমে ৩/৪ টি ছুরিকাঘাত করে আশরাফুল। এসময় তাঁকে উদ্ধার করতে গিয়ে ছুরির আচড়ে আলহাম ও ওয়ালিদ আহত হয়।
ওয়ালিদ জানান, আহত অবস্থায় শাহিনকে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে শাহিনকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লার মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।