জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর সহযোগী গাজী শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) রাতে বকশিগঞ্জ পুরাতন গরু হাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
সাংবাদিক নাদিম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বাবুর সহযোগী গাজী শামীম(৩৪) মৃত কবির আলীর ছেলে।
জামালপুর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান মিয়া জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বকশীগঞ্জের পুরাতন গরুহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু সহ তিনজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছিলেন। পরে তারা আদালতে হাজির হয়ে তারা স্বীকারোক্তি মুলক জবান বন্দি দিয়েছেন।
তিনি আরও বলেন, আসামি গাজী শামীমকে বকশিগঞ্জ থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে। সোমবার (১০ জুলাই) সকালে আসামি গাজী শামীমকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।
এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন তিনজন।
তানভীর আহমেদ হীরা/আফ/দীপ্ত নিউজ