নাটোরের বাগাতিপাড়ায় মাহাফুজ নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্থানীয়রা বাগাতিপাড়া উপজেলার দেবনগর খ্রিষ্টানপাড়া এলাকার একটি আমবাগানে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বৃহস্পতিবার সকালে হত্যার পর একটি অটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফোনে বনপাড়া যাওয়ার কথা বলে ভাড়া করা অটো সহ তাকে ডেকে নেয় দুর্বৃত্তরা। আজ সকালে স্থানীয়রা দেবনগর খ্রিষ্টানপাড়া এলাকার একটি আমবাগানে পড়ে থাকতে দেখে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত মাহফুজ উপজেলার তোকিনগর আইডিয়াল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। লেখাপড়ার পাশাপাশি অটো রিক্সা চালিয়ে সংসারের খরচ যোগান দিত সে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,বুধবার সন্ধা সাড়ে ৬ টার দিকে মাহাফুজকে মোবাইল ফোনে ভাড়া নেয়ার কথা বলে অটো সহ তাকে ডেকে নেয় দুবৃর্ত্তরা। মাহফুজ বাড়ি থেকে বের হওয়ার সময় তার এক প্রতিবেশী অপর অটো চালক সাকিবকে ভাড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সারা রাতের মধ্যে সে বাড়ি ফিরে আসেনা। আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে জামনগর ইউনিয়নের দেবনগর খ্রিষ্টানপাড়া এলাকার একটি আমবাগানে মাহাফুজকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । মাহফুজের বাম কানে ও মাথায় আঘাতের চিহ্ন আছে বলে জানায় স্থানীয়রা। নিহত মাহফুজ উপজেলার চকগোয়াশ গ্রামের অটো রিক্সা মেকানিক দেলোয়ারের ছেলে। সে তার ফুফু একই এলাকার চায়না বেগমের কাছে থাকতো বলে জানান বাগাতিপাড়া থানার ওসি।
সাহেদুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ