অবৈধ সিন্ডিকেট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে, খুন ধর্ষণ ও সন্ত্রাস প্রতিরোধ এবং নারদ নদ বাঁচানোর দাবীতে নাটোরে সমাবেশ করেছে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি।
সোমবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির নাটোর সদর উপজেলা শাখা।
মানববন্ধনকালে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ যুব মৈত্রী জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম, জেলা আদিবাসী পরিষদের সভাপতি প্রদীপ লাকড়া সহ নেতৃবৃন্দ।
এ সময় দ্রব্যমুল্যের অব্যাহত বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে তাদের বিরুদ্ধে শাস্তির দাবী জানান। এছাড়াও নাটোর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদ সংস্কার করে মশার উৎপত্তিস্থল উচ্ছেদের দাবি জানান তারা।
সাহেদুল /আল / দীপ্ত সংবাদ