নাটোরের লালপুরে ধর্ষণ মামলায় রাজা হোসেন নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। এ ছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত রাজাকে ২০ হাজার টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়।
রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয় পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে ৩ জুলাই ভিকটিম রাজশাহী থেকে ট্রেনে সকাল ১০টার দিকে আব্দুলপুর স্টেশনে এসে নামে। সেখানে থেকে রাজা তাকে বাড়ি পৌঁছে দেয়ার নাম করে ভ্যানে মাধবপুর এলাকায় নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে কাজি অফিসে নিয়ে যাওয়ার নাম করে ভিকটিমের চাচার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। ভিকটিম এই ধর্ষণের কথা তার পরিবারকে বললে ভিকটিমের চাচি বাদী হয়ে ওই সালের ৫ জুলাই লালপুর থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে।
দীর্ঘসময় ধরে মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত রাজা হোসেনের উপস্থিতিতে বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
এমি/দীপ্ত