নাটোরের বাগাতিপাড়ায় বেপোয়ারা গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বালু বোঝাই ট্রাক উল্টে শহিদুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের ধোপারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল রাজশাহীর বাঘা উপজেলার বারোখাদিয়া গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে বালু নিয়ে বাগাতিপাড়ার দিকে আসছিল। পথে ধোপারবিল এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা শ্রমিক শহিদুল ইসলাম ট্রাকের বালুর নিচে চাপা পড়ে। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বালুর ভিতর থেকে শহিদুলকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নান্নু খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বিরামপুরে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
সাহেদুল / আল / দীপ্ত সংবাদ
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 