নাটোর লালপুরে মোটরসাইকেল গ্যারেজে রাখাকে কেন্দ্র করে নাজমুল হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে গ্যারেজ মালিক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর গ্রামের বটতলায় এই ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন ওই গ্রামের আজিজ হোসেনের ছেলে।
নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, নাজমুল তার মোটরসাইকেল নিয়ে বটতলায় জিয়ার মোটরসাইকেল গ্যারেজের সামনে রাখতে যায়। এ সময় গ্যারেজ কর্মচারীরা তাকে মোটরসাইকেল গ্যারেজের ভিতর রাখতে বললে গ্যারেজ মালিক জিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তির সাথে নাজমুলের তর্ক–বিতর্ক শুরু হয়। তর্ক–বিতর্কের এক পর্যায়ে জিয়া হাতে থাকা চাকু দিয়ে নাজমুলকে এলোপাথারি আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটে পড়ে।
খবর পেয়ে নাজমুলের আত্মীয়–স্বজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর গ্যারেজের মালিক জিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
এসএ/দীপ্ত নিউজ