নাটোরে পাথর বোঝাই ট্রাক থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
২১ আগস্ট দিবাগত রাত সোয়া তিনটার দিকে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে হেরোইন সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মিয়াসাহেব পাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে ট্রাক চালক সাগর আলী ও গাজিপুরের কালীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও এলাকার মোঃ সেলিমের ছেলে ট্রাক চালকের সহকারী সালাহ উদ্দিন।
মঙ্গলবার(২২আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে নাটোরের পুলিশ লাইনস ড্রিল শেডে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলীসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।
বিফ্রিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শক এস এম আবু সাদাদ তার ফোর্স নিয়ে রাত্রীকালিন ডিউটি করছিল বড়হরিশপুর বাইপাস মোড়ে। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকে করে হেরোইন পাচার হচ্ছে। পরে সেখানে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান চালায় তারা। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মহাসড়কের পাশে কাঁচা রাস্তায় আটকে যায়। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ট্রাকের ড্যাস বোর্ডের ভিতরে পলিথিনে মোড়ানো ৯ টি প্যাকেট থেকে প্রায় ৪ কোটি টাকা মুল্যের ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার ও ট্রাকের চালক এবং চালকের সহকারীকে আটক করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এই মাদক পাচারের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ