নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই ফিরে আসে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সামিউল আমিন, পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম, ভোক্তার সহকারি পরিচালক মেহেদি হাসানসহ পরিবেশ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এসম বক্তারা শব্দ দূষণ নিয়ন্ত্রণে কি কি ভূমিকা রাখা উচিত এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
সাহেদুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ