হারতে হারতে জয়ের স্বাদ পেল চট্টগ্রাম কিংস। শেষ বলে বাউন্ডারি মেরে দলকে জিতিয়েছেন আলিস আল ইসলাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্সকে ২ উইকেটের ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬৩ রান করেছেন হেটমায়ার।
জবাবে ১৬৪ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে চিটাগাং।
শেষ ২ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল চট্টগ্রামের। হাসান মাহমুদ দারুণ বোলিংয়ে দেন ৭ রান। শেষ ওভারে চট্টগ্রামের দরকার ছিল ১৫ রান। তরুণ পেসার মুশফিক হাসান তা আটকে পারেননি। ওভারের চতুর্থ ও শেষ বলে চার মেরে ২০২৫ বিপিএল ফাইনাল নিশ্চিত করে চিটাগং কিংস।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৫ বিপিএল ফাইনাল ম্যাচ।
এসএ