নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ সময় তিনজনকে অপহরণ করে নিয়ে গেছে হামলাকারীরা। স্থানীয় নেতাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বেরোম ইয়ুথ মোল্ডার্স–অ্যাসোসিয়েশন (বিওয়াইএম)-এর প্রধান ডালিওপ সলোমন মাওয়ান্তিরি জানিয়েছেন, হামলাকারীরা (স্থানীয়রা সশস্ত্র ফুলানি মিলিশিয়া হিসেবে চিহ্নিত করেছে) মঙ্গলবার গভীর রাতে আক্রমণ চালিয়েছিল। এছাড়া আরও পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানান, হামলার বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনার মাধ্যমে ওই অঞ্চলের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা আরও স্পষ্ট হয়েছে।
প্লাটো অঞ্চলে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই মারাত্মক আকার ধারণ করেছে। শান্তি পুনরুদ্ধারের জন্য সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।