নরসিংদীতে অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে ৮০’র দশকের তুমুল জনপ্রিয় ‘ছন্দা’ সিনেমা হল। সিনেমা হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে ইদরিসিয়া দারুল কুরআন মাদ্রাসা নামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে হল এলাকার রাস্তার পাশে একটি ব্যানার দেখা যায়।
ব্যানারে লেখা, ‘আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদরাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা, বায়নামূল্য ২০ লাখ টাকা। সদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। প্রচারে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা’।
ইদরিসিয়া দারুল কুরআন মাদ্রাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন বলেন, ‘জমির বায়না করা হয়েছে ২০ লাখ টাকা। বাকি টাকা পরিশোধের জন্য বিত্তবানসহ সাধারণ মানুষের কাছে সাহায্যও চাওয়া হচ্ছে। আশা করি, খুব দ্রুতই জমির নির্ধারিত মূল্যের বাকি টাকা পরিশোধ করে মাদ্রাসা সম্প্রসারণসহ অন্যান্য আনুসঙ্গিক কার্যক্রম শুরু করা হবে। দলিলসহ প্রায় দেড় কোটি টাকা ব্যয় হবে।’
ছন্দা হলের কর্মচারী আবুল কালাম ও মোহাম্মদ রবিন বলেন, এই হলটিতে সবসময় দর্শকদের উপচে পড়া ভিড় থাকত। বর্তমানে সিনেমা ব্যবসা মন্দা হওয়ায় আমাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। মালিকপক্ষ আমাদের ঠিকমতো বেতন দিতে পারে না। ঈদ উপলক্ষ্যে শুধু অল্প কয়টা শো চলছে। হল বন্ধ থাকলে আমরা বেকার হয়ে যাব। তখন হয়তো অন্য কাজের সন্ধানে নামতে হবে।
নরসিংদীর বন্ধ হয়ে যাওয়া আরেক হল মালিক সাদ্দাম হোসেন জানান, একসময় নরসিংদীতে ১৯টি সিনেমা হল ছিল। এখন দুই একটি ব্যতীত সবগুলি হল বন্ধ ।
স্থানীয় বাসিন্দা জয়নাল মিয়া, আমির হোসেন, কামাল মিয়াসহ অনেকেই বলেন, আগে হলটি ভালোই চলতো। ৫–৭ বছর ধরে নানা কারণে আগের মতো আর চলে না। সিনেমা হলটি মাদরাসা–এতিমখানা ঘেঁষে অবস্থিত। এখানে নাচ–গানের আওয়াজ আসে। পাশে থাকা মাদরাসাছাত্রদের সমস্যা হয়। তাছাড়া মাদরাসার জায়গাও কম। এখন হলটি ভেঙে বড় পরিসরে মাদরাসা ও এতিমখানা নির্মাণ হলে ভালোই হবে।
এসএ/দীপ্ত সংবাদ