নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষায় ককটেল ফাঁটাতে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) এ ঘটনায় আহত হয়েছে চারজন।
স্থানীয়দের দাবি, নিরক্ষীয় ইউনিয়নের গোপিনাথপুর এলাকার জালাল মিয়া ককটেল জাতীয় বিস্ফোরক তৈরি করে। সম্প্রতি সে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। এ কাজে স্থানীয়রা তাকে বাঁধা দিলে শনিবার বিকালে সে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়।
এ ঘটনায় জুলহাস মিয়াসহ ৪ জন আহত হয়। পরে তাদের উদ্ধার কোরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এফএম/দীপ্ত সংবাদ