রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

নভেম্বর মাসে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী নভেম্বর মাসে পবিত্র ওমরাহ পালনের জন্য সপরিবারে সৌদি আরব যাচ্ছেনর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।

তিনি জানান, তারেক রহমান নভেম্বর মাসের ২০ বা ২১ তারিখে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ওমরাহ পালন শেষে তিনি লন্ডন ফিরে যাবেন।

বাংলাদেশে তারেক রহমান কবে ফিরছেন‘- এমন প্রশ্নের উওরে ফজলে এলাহি আরও জানান, লন্ডন ফিরে তিনি নভেম্বর শেষ ভাগে বা ডিসেম্বর শুরুর দিকে ঢাকার ফ্লাইট ধরবেন তবে চূড়ান্ত দিন এখনও ঠিক হয় নি।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপি পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকেই দীর্ঘ ১৭ বছর ধরে তিনি লন্ডনেই অবস্থান করছেন।

দেশে ফিরে তারেক রহমান গুলশান২ এর অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। বাড়িটিই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারকে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। ১৯৮১ সালে জিয়াউর রহমান মৃত্যুর পর তৎকালীন সরকার তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দেয়।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More