আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আগের থেকে বর্তমান সংসদ উন্নত হবে এমন আশা করে বিশ্লেষকরা বলছেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা শেষ পর্যন্ত দলের আনুগত্যকেই প্রাধান্য দেয় কি–না সেটাই এখন দেখার বিষয়।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ সদস্যদের শপথের পর মন্ত্রিসভাও গঠন করেছে আওয়ামী লীগ সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন সংসদ শুরুর আগে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের মেয়াদ ঠিক করা হবে।
দশম ও একাদশ সংসদে প্রধান বিরোধীদল ছিলো জাতীয় পার্টি। অনেকের মতেই, জনবান্ধব ও জাতীয় ইস্যুতে খুব বেশি সোচ্চার ছিলো না তারা। তবে কেউ কেউ বলছেন, আগের থেকে প্রাণবন্ত হবে এই জাতীয় সংসদ।
এবারের সংসদে ২৯৯টি আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছেন, স্বতন্ত্ররা। যদিও এরমধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ নেতা। জাতীয় পার্টির ১১টি আসন বাদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।
বিশ্লেষকদের আশা, সংসদকেই মূল প্ল্যাটফর্ম হিসেবে দেখবেন স্বতন্ত্ররা।
মানবাধিকার কর্মী খুশী কবির বলেন, একটি গঠনমূলক, শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদল ছাড়া দেশের সংবিধান ও গণতন্ত্রকে এগিয়ে নেয়া কঠিন হবে।
আরও পড়ুন: দ্বাদশ সংসদে বিরোধী দলীয় নেতা হলেন জি এম কাদের
এসএ/দীপ্ত নিউজ