নতুন বছরের প্রথম দিন থেমে গেলো ম্যানচেস্টার সিটির জয়রথ। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতের খেলায় সান্ডারল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করেছ সিটিজেনরা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর পয়েন্ট হারালো ম্যান সিটি। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগও হারালো তারা। আট বছর পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ডের মাঠে খেলা এই মৌসুমে সব দলের জন্যই কঠিন হয়ে উঠছে।
এর আগে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল, অ্যাস্টন ভিলার মতো দলও। সব মিলিয়ে আসরে ঘরের মাঠে দশ ম্যাচে এখনো হারেনি সান্ডারল্যান্ড। সমান পাঁচটি করে জয় ও ড্র তাদের।
আরেক ম্যাচে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ফিরতি লেগে আবারো পয়েন্ট হারিয়ে নতুন বছর শুরু হলো লিভারপুল। লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয়ের পর হোঁচট খেলো অলরেডসরা।