দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করছে বিরুদ্ধ রাজনৈতিক শক্তি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশা, বাংলাদেশের ওপর আর কোন নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। তিনি জানান, আগের নিষেধাজ্ঞা তুলে নিতে কূটনৈতিক তৎপরতা চলছে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে গেল বছর ১০ ডিসেম্বর RAB- এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি ও পররাষ্ট্র দপ্তর।
এরপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সোচ্চার হয় সরকার। একাধিক বৈঠকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রক্রিয়া যেমন জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের কাছে, তেমনি সময় সময় নানা ভাবে অনুরোধও করে ঢাকা। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জানান, এক বছর সময় লেগেছে শুধু জানতে কেন কি কারনে দেয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।
প্রশ্ন ছিলো, আবারো কোন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে কি না বাংলাদেশ? প্রতিমন্ত্রীর আশা, এমন কোন পরিস্থিতিতে নেই বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, বিদেশি লবিষ্টদের পরামর্শেই ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি।
তিনি জানান, দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করছে বিরুদ্ধ রাজনৈতিক শক্তিগুলো।