অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগপত্র জমা দেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।
তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিতে পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত দলটি আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করবে।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সক্রিয় ছাত্রনেতাদের অনেকে এই দলে শীর্ষ পদে আসছেন। নাহিদ ইসলাম আহ্বায়ক, আখতার হোসেন সদস্যসচিব এবং সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ মুখপাত্র হিসেবে দায়িত্ব পেতে পারেন।
২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনে আলোচনায় আসা নাহিদ ইসলাম পরে ছাত্র–জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর নাহিদ ইসলাম ঢাকার বনশ্রীর বাসিন্দা।