আবারও দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচনের প্রতিবাদে ও পুনরায় নির্বাচনের দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।
রবিবার (২১ জানুয়ারি) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
আরও পড়ুন: ‘বিএনপি জন্মসূত্রেই হত্যার রাজনীতিতে অভ্যস্ত’
রিজভী বলেন, নির্বাচন বাতিল আর সরকারের পদত্যাগের দাবিতে প্রতিদিনই সভা–সেমিনারে হাজির হচ্ছেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা। এরই অংশ হিসেবে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।
তিনি আরও বলেন, ভোটাধিকার কেড়ে নেয়ায় জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছে। বিএনপিও সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। জনগণ বিএনপির সাথে আছে।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপিকে অপেক্ষা করতে হবে: কাদের
এসএ/দীপ্ত নিউজ