বিজ্ঞাপন
রবিবার, জুলাই ১৩, ২০২৫
রবিবার, জুলাই ১৩, ২০২৫

নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। রবিবার (১৩ জুলাই) রাতে ঝালকাঠি জেলা শহরে এক পথসভায় নাহিদ এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। কথা বলতে গেলে থামিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন দলীয়করণ করা হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। বাংলাদেশের ছাত্রজনতা রক্ত দিয়েছে, প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত আছে।

নাহিদ আরও বলেন, আমারা চাঁদাবাজ, দুর্নীতি, মাফিয়া ব্যবসায়ীদের কোন দল হইতে চাই না। আমরা চাই যে দল আপনার কথা বলবে এবং যে দল আপনার সমর্থনে চলবে। এমন একটি রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যে দল হবে গণমানুষের দল। যারা মানুষের সমস্যার কথা শুনবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে।

যারা জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে তাদের সাথে ঐক্য সম্ভব নয় উল্লেখ করে নাহিদ বলেন, আমরা দেশের ভেতর কোন বিভাজন চাই না। মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবো, এটাই আমাদের প্রত্যাশা।

আওয়ামী লীগের চাঁদাবাজির সিস্টেম বদলাতে হবে মন্তব্য করে নাহিদ বলেন, আমরা বলেছিলাম যে, একটি নতুন দেশ লাগবে। শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলে হবে না। আওয়ামী লীগের চাঁদাবাজি, দুর্নীতি, মাফিয়া সিস্টেম বদলাতে হবে। কিন্তু আমরা দেখছি, এখনো সে সিস্টেম বদলায়নি। তাই আমরা রাস্তায় নেমে এসেছি।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন প্রমুখ।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More