শুরু হয়ে গেল নতুন এক বছর। স্বাগত ২০২৩। নতুন বছরে, নতুন আকাঙ্খা, স্বপ্ন আর সম্ভাবনার সাথে আছে পাওয়া না পাওয়ার ভয় আর আর্থিক অনিশ্চয়তাও। তারপরও সবার চাওয়া, সমাজের প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আসুক। নতুন প্রজন্মের জন্য তৈরি হোক সুস্থ পরিবেশ।
কুয়াশার চাদর ছেড়ে বেরিয়ে আসা এই সূর্য অন্যান্য দিনের মত হলেও কিছুটা ব্যতিক্রম। কারণ এটি শুধু নতুন একটি দিনই নয়, সূচনা করেছে নতুন বছরের।
অন্যের জুতা পলিশ করলেও, নিজের জীবনের রং পরিবর্তন করতে পারছেন না তেজঁগাওয়ের মৃণাল চন্দ্র। পরিবারে ৬ জনের খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। আর চা বিক্রেতা সুজনের কাছে ২০২৩ স্বপ্ন পূরণের বছর।
পুরনো বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলানোর চেয়ে, নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে তৈরি করাই এখন বড় বিষয়। কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, নতুন বছর নতুন নতুন আশা নিয়ে আসুক সবার জীবনে- এমনটাই প্রত্যাশা দেশবাসীর।