বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

নওগাঁয় স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁ সদর উপজেলার আতিথা গ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে ফরিদুল রেজা ফরিদ (৫২) কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার(১২ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত২ এর বিচারক মো: ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

মৃত্যদন্ডপ্রাপ্ত ফরিদুল রেজা সদর উপজেলার আতিথা গ্রামের আজগর মন্ডলের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী রায়ের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিদের বলেন, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩ টার দিকে ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপি আক্তারকে তার মেয়ে দীপার সামনে খাটের উপর ধারালো ছোরা দ্বারা গলা কেটে রক্তাক্ত জখম করে হত্যা করে

পরবর্তীতে এঘটনায় গৃহবধূ শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুলকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে ফরিদুলের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ প্রমানিত হয়।

রবিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ তাকে ফাঁসির আদেশ দেন। রায় প্রদানের সময় ফরিদুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলাটি আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সিরাজুল ইসলাম ও অমরেন্দ্রনাথ ঘোষ পরিচালনা করে।

 

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More