নওগাঁর বদলগাছী–আক্কেলপুর সড়ক নির্মাণ কাজের ভান্ডারপুর বাজার অংশে আরসিসি ঢালাইয়ের ওয়াল নির্মাণ কাজে তিন নম্বর ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয় লোকজন তিন নম্বর ইট ব্যবহারে বাঁধা প্রদান করলে বাঁধা উপেক্ষা করে তিন নম্বর ইট দিয়ে ওয়াল নির্মাণ করতে লাগলে স্থানীয় লোকজন ওয়ালের কিছু ইট খুলে ফেলে প্রতিবাদ জানায়।
বাজারে উপস্থিত স্থানীয়রা জানায়, সম্প্রতি তিন নম্বর ইট নিয়ে এসে আরসিসি ঢালাই কাজের ওয়াল নির্মাণ করতে লাগলে লোকজন বাঁধা দেয়। কিছুক্ষণ কাজ বন্ধ থাকার পর দুপুরের পর থেকে আবারো ঐ ইট দিয়ে কাজ করতে লাগলে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেয়।
বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ রেখে তিন নম্বর ইট সরিয়ে ফেলার নির্দেশ দেন।
নওগাঁ সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, বদলগাছী–আক্কেলপুর ১০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজে ৩৭ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। কাজটি বাস্তবায়নে দায়িত্ব পেয়েছে তোমা কন্সটাকশন লিমিটেড। বর্তমানে সড়কের প্রশস্তকরণ কাজ চলমান রয়েছে। এ কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় তার মতামত পাওয়া যায়নি।
নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক রাসেল বলেন, ‘আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করতে বলেছি। সড়কের কোন অংশে নিম্নমানের ইট দিয়ে কাজ করার কোন সুযোগ নেই। যদি কেউ কাজের সিডিউল মোতাবেক কাজ না করে তাহলে তাদের বিরুদ্ধে আইানগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এফএম/দীপ্ত নিউজ