নওগাঁ–রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বাগাচাড়া নামক স্থানে দ্রুতগতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: অটোরিকশার চালক সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৪৫), সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে নাজমুল হক (২২), সিরাজগঞ্জ সদরের শাতিকাবাড়ী এলাকার জব্বার চৌধুররীর ছেলে তানভির রহমান (৪২) এবং অপরজন অজ্ঞাত পরিচয়।
এ ঘটনায় ট্রাকচালককে র্যাব–৫, সিপিসি–৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল গ্রেপ্তার করে।
অভিযুক্ত ট্রাকচালক মো. মামুনুর রশীদ (৪০) বগুড়ার আদমদিঘী উপজেলার রথবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
র্যাব–৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (৬ জুন) ভোরে জেলার নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ