সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিসনিয়া গ্রামে ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে ৪০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে একই পরিবারের ৫ জনকে। তারা সবাই সুস্থ আছে। ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে শিশুদের বের করে আনার সময় খুশিতে কাঁদছিলেন উদ্ধারকর্মীরাও।
ভূমিকম্পের কাঁপুনি থামার ৪০ ঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিসনিয়া গ্রামের একই পরিবারের তিন শিশুসহ পাঁচ সদস্যকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নেয়া হয় সবাইকে। তারা সুস্থ আছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হোয়াইট হেলমেট গ্রুপ।
স্থানীয় সময় রবিবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। ভূমিকম্পের পর সিরিয়ার আলেপ্পো, বসনিয়া, ইদলিব, জিনদেরেস শহরের অবস্থা ভয়াবহ। সাহায্যের আশায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা।
তবে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার মতো তেমন কেউ নেই। এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে উত্তর সিরিয়ার জনগণ প্রায় সবকিছুই হারিয়েছেন। এবার ভূমিকম্পে সর্বহারা হয়েছেন তারা।