ঢাকার ধামরাইয়ে ওয়াকফাকৃত মসজিদের জমিতে গরুর হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীরা। শুক্রবার (২ জুন) বিকেলে ঢাকা–আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ডের পাশে এ কর্মসূচী পালন করে তারা৷
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী শেষে এসময় বক্তারা জানায়, তৎকালীন বিগত বিএনপি সরকারের আমলে বালিথা উত্তর পাড়া জামে মসজিদের নামে ওয়াকফাকৃত জায়গার উপর ইজসরার মাধ্যমে গরুর হাট বসানো হয়েছিলো মসজিদের কল্যাণের জন্য। কিন্তু পরবর্তীতে গরুর হাটের ইজারা দেয়া হলে মসজিদের জায়গা বেদখল হয়ে যায়। তাই গরুর হাটের ইজারা বাতিল করে মসজিদের জায়গা মসজিদকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য ফটু মিয়া, আ: হালিমসহ স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন।
এম এ হালিম/আফ/দীপ্ত নিউজ