রাজধানী ধানমন্ডি–৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে সালাউদ্দিন লিখেন, ‘ধানমন্ডি–৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র–জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। শাহাবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি–৩২ এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড।’
রাকসু জিএস আরও লিখেন, আরেকটা কথা মনে করিয়ে দেই আজ হাসিনার বিবাহ বার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।
এর আগে আরও একটি স্ট্যাটাসে সালাউদ্দিন আম্মার লিখেন, ‘আপনারা একটু সাশ্রয়ী হন। আমরা গরিব দেশ, বারবার বুলডোজার ভাড়া করে টাকা নষ্ট না করে আজকেই কাজ শেষ করে দিন।’
উল্লেখ্য, চলতি বছর ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় ৩২ নম্বর বাড়ি।
এসএ