ধর্ষণের দায়ে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহোকে গ্রেপ্তার করা হয়েছে। ৪০ বছর বয়সী রবিনহোকে নিজ শহর সান্তোসে তার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।
৪০ বছর বয়সী রবিনহো ২০১৩ সালে ইতালির মিলানে আলবেনিয়ান এক নারীকে নৈশক্লাবে ধর্ষণ করেন। এই মামলায় এসি মিলানের সাবেক এই খেলোয়াড় দোষী সাব্যস্ত হন এবং ৯ বছরের কারাদণ্ড পান। ইতালি সরকার তাকে ফিরিয়ে নিতে না পারায় ব্রাজিলকে অনুরোধ করেছিল তার কারাদণ্ডটি যেন দেশেই হয়। এরপর বুধবার ব্রাজিলের একটি আদালতও তার বিরুদ্ধে দেওয়া কারাদণ্ড বহাল রাখে। পাশাপাশি আদালত এও জানান রবিনহোকে কারাভোগ করতেই হবে। তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
আদালতের রায়ে বলা হয়েছে, অবিলম্বে রবিনহোর সাজার মেয়াদ শুরু করতে হবে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রবিনহোর আইনজীবী জোসে আলকমিন। তবে এখনই হাল ছাড়ছেন না তারা। সাংবাদিকদের আলকমিন জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
এই তারকা ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলেছিলেন। আর ধর্ষণকাণ্ডের সময় তিনি এসি মিলানের হয়ে খেলছিলেন (২০১০–২০১৫)। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২০ সালে দুই দফ আপিল করে ব্যর্থ হন রবিনহো। আর ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত তার কারাদণ্ড বহাল রাখে। এরপর ইতালিয়ান একজন প্রসিকিউটর আন্তর্জাতিক গ্রেপ্তার আদেশ ইস্যু করেন।
আল / দীপ্ত সংবাদ