ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশ এড়ানো লক্ষ্য বাংলাদেশের। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ক্যারিবীয়দের মুখোমুখি হবে সফরকারীরা। সেন্ট কিটসে খেলা শুরু হবে ঢাকার সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
প্রথম ওয়ানডে পাঁচ উইকেটে এবং দ্বিতীয়টি সাত উইকেটে হারায় দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ।
টপ অর্ডার ও মিডিল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায়, রঙিন পোশাকে এই পরাজয় তাদের। ২০১৪ সালের পর উইন্ডিজের সঙ্গে চার বারের দেখায় প্রত্যেকবারই সিরিজ জিতেছিলো বাংলাদেশ। এবার জয় দিয়ে শেষ ম্যাচটা জিততে চায় মিরাজের দল।
অন্যদিকে, লম্বা সময় পর ওয়ানডে সিরিজ জেতা স্বাগতিকদের চাওয়া প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার।