দ্বিতীয়বারের মতো এসএমসি মনিমিক্স প্লাস ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড দিলো দীপ্ত টেলিভিশন। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চ্যাম্পিয়ন ছয় বিজয়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে ২০২২ সালে প্রথমবারের মত দেশের শিশু শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেয় দীপ্ত টেলিভিশন। এরই ধারাবাহিকতায় এবারও বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের খুঁজে বের করতে প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারি টিভি চ্যানেলটি। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
পরে বিশেষজ্ঞ প্যানেল ছয়জনকে চূড়ান্ত করে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ক্ষুদে বিজ্ঞানীদের পদক দেয়ার আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানের আগে বিজয়ীদের প্রজেক্টগুলো ঘুরে দেখেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, সরকার যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য ঠিক করেছে ক্ষুদে বিজ্ঞানীরাই তার কারিগর।
দীপ্ত টেলিভিশনের পরিচালক ড. পারভীন হাসান বলেন, আমরা চাই বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাবে।
এসএমসি তসলিম উদ্দীন খান ব্যবস্থাপনা পরিচালক বলেন, দীপ্ত টিভির আজকের যে আয়োজন আমরা চাই এই আয়োজন চলমান থাকবে।
এরপর ছয় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ক্রেস্ট ও সনদের সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেয়া হয়।
আগামীতেও এই প্রতিযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এসএমসি কর্তৃপক্ষ।
যূথী/দীপ্ত সংবাদ