বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড।
সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় ভারতের গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। ইনজুরির জন্য সে ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষেও খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। তবে দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন তিনি। ছয় বলে পাঁচ রান করে রিস টপলির বলে ফিরে যান তিনি। লেগ সাইডে এক্সট্রা বাউন্সসহ ধেয়ে আসা বলটি লিটনের ব্যাটে লেগে উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে দলে যায়।
লিটন ফেরার পর বেশ ধৈর্য নিয়ে ইনিংস শুরু করেন শান্ত। কিন্তু অল্পতেই ফিরে যেতে হয় তাকে।
আল / দীপ্ত সংবাদ