আকবর আলি’র শতকের পরও জিততে পারলো না বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে, স্বাগতিকদের ১০ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে, সফরকারিদের দেওয়া ৩৩৩ রানের লক্ষ্য তাড়ায়, ৮৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে আকবর আলী ও আরিফুল ইসলামের ১১১ রানের জুটিতে চাপ সামলে নেয় স্বাগতিকরা। আকবর তুলে নেন লিস্ট ‘এ’ ক্রিকেটের প্রথম শতক। পঞ্চম উইকেটে রিজওয়ানের সঙ্গে গড়েন ৯৬ রানের জুটি। আকবর দলকে ২৯১ রানে রেখে ব্যক্তিগত ১৩১ রানে আউট হন। তার বিদায়ের পর, আর কেউ পারেনি দলের হাল ধরতে। ফলে ৩২২ রানের গুটিয়ে যায় দল। এরআগে, দিয়ান ফরেস্টারের ৯৬ রানের পাশাপাশি কর্ণর ৯১ ও অ্যান্ডেলি’র ৫৫ রানে ভর করে, নির্ধারিত ওভারে সাত উইকেটে ৩৩২ রান করে সাউথ আফ্রিকা।