সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, পিরোজপুর, ভোলা ও শরীয়তপুরের ৮৫টি গ্রামের বাসিন্দা রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তারাবির নামাজ আদায় ও সেহরি খাওয়ার মধ্যদিয়ে শনিবার (১ মার্চ) থেকে প্রথম রোজা রেখেছেন তারা।
চাঁদপুরের ৩৫টি গ্রাম, শরীয়তপুরের ৩০টি, পিরোজপুরের ১০টি ও ভোলার ১০টি গ্রামের মানুষ রোজা পালন করছে আজ। সুরেশ্বর দরবার শরীফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ ও সাদ্রা দরবার শরীফের অনুসারী তারা।
এ বিষয়ে সুরেশ্বর দরবার শরিফের গদিনশীল পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী সুরেশ্বরী বলেন, আমরা শুধু ঈদ না সবরকম ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। আমরা আগামীতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসবগুলো পালন করবো।
এসএ