দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নত জীবন দিতেই কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটা জানিয়ে সরকার প্রধান বলেন, একটি মানুষও ভূমিহীন থাকবে না। সকালে ২২ হাজার ১০১টি গৃহহীন পরিবারের কাছে আশ্রয়নের ঘর হস্তান্তর অনুষ্ঠানে, সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের আশ্রয়ণ প্রকল্প বিশ্বে অনন্য। কারণ পৃথিবীর আর কোনো দেশে এতো বিপুল সংখ্যক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে বাড়ি দেয়নি কোনো সরকার। ভূমিহীনদের ষষ্ঠ দফায় আশ্রয়নের ঘর প্রদানের মাধ্যমে, মোট ৪১ লাখ ৪৮ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বাড়ি বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ–২ প্রকল্পের আওতায় আরও ১২টি জেলাকে, গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন তিনি। ৩৩৪টি উপজেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলা এখন ২১টি।
বিএনপি বোমা–গ্রেনেড হামলা ছাড়া অন্য কিছু বোঝে না উল্লেখ কোরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। আর বিএনপি বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষক। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান পাবনা, নোয়াখালী ও খুলনার আশ্রয়ণের সুফলভোগীরা।
এসময় পাবনার বেড়া উপজেলার এক দৃষ্টিহীন নারীর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আল/দীপ্ত সংবাদ