টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের ঘরে আনলো বাংলাদেশ নারী ফুটবল দল। আগেই বলা হয়েছিল বাংলাদেশ নারী দলের নির্ধারিত ফ্লাইট নামবে ২ টা ১৫ মিনিটে। তবে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই দেশের মাটিতে পা রাখলেন সাবিনা–ঋতুরা।
চ্যাম্পিয়নরা আসবে বলে! উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাজয়ীদের বরণে আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদখোলা বাস। বিমানবন্দরের বাইরে জটলা উৎসুক জনতার। ক্যামেরায় চোখ গণমাধ্যমকর্মীদেরও। অবশেষে তারা এসে নামলেন।
এখানে তাদের ফুল দিয়ে বরণ করবেন বাফুফে কর্মকর্তারা। এরপর তাদের ছাদখোলা বাসে করে নিয়ে আসা হবে বাফুফে ভবনে। সেখানে বিকেল ৫টার দিকে নারী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আল/ দীপ্ত সংবাদ