খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার একশো ৫৮ জন। তিন বছরে ভোটার বেড়েছে ৫৭ লাখ ৭৪ হাজার একশো ৪৮ জন। আগামী দুই মার্চ ঘোষণা করা হবে, চূড়ান্ত তালিকা।
২০০৭ ও ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এখন পর্যন্ত এ কার্যক্রম হয়েছে পাঁচবার। এরপর ২০১৬ সাল থেকে তিন বছর পরপর তালিকা প্রণয়নের কাজ করে আসছে কমিশন। এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ মে যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু হয়। তালিকা প্রণয়নের লক্ষ্যে ২০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে চার ধাপে চলে তথ্য সংগ্রহ কার্যক্রম।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন, কমিশন সচিব। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী হবে জাতীয় সংসদের ভোট। তাই খসড়া তালিকায় সংশোধনের সুযোগ থাকবে ভোটারদের।
ইসি সচিব জানান, নতুন তিনশো তিরাশি জনসহ তৃতীয় লিঙ্গের মোট ভোটার আটশো ৩৭ জন।