মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

দেশের ব্যবসা-বাণিজ্যে ৪ বাধা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, জ্বালানি ঘাটতি ও বৈদেশিক মুদ্রার সংকট দেশের ব্যবসাবাণিজ্যের জন্য এখন বড় বাধা। এমনটাই বলছেন শতকরা প্রায় ৭০ ভাগ উদ্যোক্তা। সিপিডির এক জরিপে এ তথ্য উঠে এসেছে। পরিস্থিতির উত্তরণে প্রতিটি সরকারি দপ্তরে ন্যায়পাল নিয়োগসহ, ১০ দফা সুপারিশ করেছে এই গবেষণা প্রতিষ্ঠান।

দেশের ব্যবসাবাণিজ্যের সার্বিক পরিবেশ নিয়ে সম্প্রতি ঢাকা, সাভার ও গাজীপুরের ৭১ জন উদ্যোক্তার ওপর জরিপ চালায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগসিপিডি। এতে উঠে আসে ব্যবসায়ীদের নানা সমস্যার চিত্র। এরমধ্যে অন্যতম হলো অনিয়ম ও লাল ফিতার দৌরাত্ম্য। ফলে, অনেক সম্ভবনার বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক।

শতকরা ৫০ ভাগের বেশি উদ্যোক্তা মনে করেন, মানসম্মত জ্বালানি সরবরাহে ঘাটতি ও লাগামহীন মূল্যস্ফীতি আগামী দিনে বিনিয়োগের বড় বাধা হয়ে দাঁড়াবে।

পরিস্থিতির উত্তরণ ও দুর্নীতির লাগাম টানতে, বেশ কিছু সুপারিশ দিয়েছে এই গবেষণা প্রতিষ্ঠান। আমদানি নির্ভর জ্বালানি নীতি পরিবর্তন এখন সময়ের দাবি বলে উল্লেখ করে সিপিডি।

 

আল / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More