দেশের তিনটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, কয়েক দিনের প্রচণ্ড গরমের পর রাজধানী ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে মেঘে ঢাকা আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে, যা কিছুটা ভোগান্তি সৃষ্টি করলেও গরম থেকে স্বস্তি দিয়েছে নগরবাসীকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই দেশের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। আগামী সপ্তাহেও বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।