শীত, কুয়াশা, বৃষ্টি আর রোদের খেলা দেশের আকাশজুড়ে। উত্তরে যখন তীব্র শীত ও কুয়াশার দাপট চলছে, দক্ষিণে তখন শীতের পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
অন্যদিকে আবার রাজধানীসহ মধ্যাঞ্চলে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দেখা মিলেছে সূর্যের।
আরও পড়ুন: আজ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়েছে
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনাজপুরে ১১, কুড়িগ্রামে ১০ দশমিক দুই ও নওগাঁয় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র শীতের পাশাপাশি রয়েছে ঘন কুয়াশা।
তবে দক্ষিণের বরগুনা ও পটুয়াখালীসহ আরও কয়েকটি জেলায় রাতে গুড়ি গুড়ি বৃষ্টি জনজীবনে দুর্ভোগ আরও বাড়িয়েছে।
আরও পড়ুন: শীতের আমেজকে ভিন্নভাবে উপভোগ করছেন পিঠাপ্রেমিরা
এসএ/দীপ্ত নিউজ