দেশে সব ধর্ম–বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র কোরআন শরীফের উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, যার যার ধর্ম সে পালন করবে, কেউ কারও ওপর হস্তক্ষেপ করবে না।
রবিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারাদেশে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের আশীর্বাদ চান সরকার প্রধান। দুর্গাপূজা ঘিরে কোন রকম ঘটনা যেন কেউ না ঘটাতে পারে সেদিকে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই এই মাটির সন্তান। এই মাটিতে আপনারা সবাই নিজ নিজ অধিকার নিয়ে বাস করবেন। মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করেছেন। কাজেই এখানে সবার সমান অধিকার রয়েছে। সেই অধিকার যাতে বলবৎ ও সুপ্রতিষ্ঠিত থাকে আমরা সবসময় সেই চেষ্টাই করি।
তিনি বলেন, আজকে দেশের ঘরে ঘরে খাবার–বিদ্যুৎ আছে। আমরা তৃণমূল পর্যন্ত চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছি। সারা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া, সেটি আপনারা জানেন। সেজন্য আপনারা বাংলাদেশের অগ্রযাত্রার জন্য আশীর্বাদ করুন, যেন দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনাদের পূজা সম্পন্ন হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের সংগঠনের সব নেতাকর্মী আপনাদের পাশে থাকবে।
আল/ দীপ্ত সংবাদ