ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি বলেন, বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের স্মৃতি নিয়ে ফিরে যাবেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মার্কিন শুল্কের সমস্যা শুধু বাংলাদেশের না। এটা বৈশ্বিক সমস্যা। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আমাদের এই কৌশলকে সঠিক বলেছেন বিনিয়োগ সম্মেলনে আসা উদ্যোক্তারা।
৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা– নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, আগামী ২০–২৫ বছরের মধ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণার ইতিহাসে উল্লেখযোগ্য স্থানে থাকবে।
এসএ