দেশে বেড়েছে এইডস রোগীর সংখ্যা। নমুনা পরীক্ষার হার বাড়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সমস্যা সমাধানে সুস্থ জীবনযাপনের পরামর্শ তাদের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত কয়েক বছরের তুলনায় দেশে বেড়েছে এইডস রোগীর সংখ্যা। বুধবার রাজধানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সরকারি সংস্থাটি জানায়, চলতি বছর ১৫ লাখের বেশি নমুনা পরীক্ষা করে নতুন রােগী পাওয়া গেছে ১ হাজার ২৭৬ জন। গত ২৩ বছরের মধ্যে এটি সর্বােচ্চ। আক্রান্তদের মধ্যে মারা গেছে ২৬৬ জন।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী ৩৪২ জন। সাধারণ জনগণের মধ্যে আক্রান্তের হার ২৭ দশমিক ৭ শতাংশ। আর রোহিঙ্গাদের মধ্যে আক্রান্তের হার ১২ শতাংশের বেশি। সমকামী এবং পুরুষ যৌনকর্মীদের মধ্যে আক্রান্তের হার বাড়লেও কমেছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মধ্যে।
কর্মকর্তারা বলছেন, পরীক্ষার হার ও পরিধি বাড়ায় শনাক্তের হার বাড়ছে। সংক্রমণ রোধে সুস্থ জীবনযাপনের পরামর্শ দেন আলোচকরা।
আল/ দীপ্ত সংবাদ