সহিংসতার মধ্যে নেপালে তিন দিন হোটেলবন্দি থাকার পর অবশেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ত্রিভুবন বিমানবন্দর থেকে বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। এর ঘণ্টা দুয়েকের মধ্যে দেশে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি।
গত ৮ সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে নেপালে বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম। আন্দোলন দ্রুত সহিংস রূপ নিলে পরদিন ৯ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তবু পরিস্থিতি শান্ত হয়নি। লাগাতার বিক্ষোভ ও অগ্নিসংযোগের কারণে ত্রিভুবন বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়।
আন্দোলনের কারণে ম্যাচ দুটি বাতিল করা হয়। এরপর থেকে হোটেলবন্দি হয়ে ছিলেন বাংলাদেশের ফুটবলার, কর্মকর্তা এবং সাংবাদিকরা। আজ সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছে বাংলাদেশ ফুটবল দল। তাদের জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।