১৮
সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৫৩৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকদের পূর্ববর্তী মামলা ও পরোয়ানা জারির সঙ্গে জড়িত থাকার কারণে ১০৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৯০ জনকে বিভিন্ন অপরাধমূলক অভিযোগে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি শাটারগান, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও তিনটি কার্তুজ জব্দ করা হয়।
দেশব্যাপী অভিযান শুরু হওয়ার পর থেকে ১৬ দিনে মোট ২১ হাজার ৭৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।