সময় মতো শিক্ষার্থীরা উপস্থিত হলেও যথাসময়ে স্কুলে উপস্থিত না হওয়ায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে উপজেলা শিক্ষা অফিস। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজুকে দেরিতে স্কুলে উপস্থিত হওয়ার কারন জানতে চেয়ে ৩ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব চেয়ে এই নোটিশ দেয়৷
জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯ টায় স্কুলে উপস্থিত থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক দেবরাজ রাজু নিয়মিত বিদ্যালয়ে দেরিতে আসেন।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, প্রধান শিক্ষক দেবরাজ রাজু পাইক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রায় প্রতিদিন নিদ্দিষ্ট সময়ের ঘন্টা খানেক দেরিতে বিদ্যালয়ে আসেন। গত ১৮ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০:১৫ মিনিটে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের দেখা মিলেনি। সহকারী শিক্ষকরা জানান প্রধান শিক্ষক তখনো আসেননি।
কয়েকজন অভিভাবক ও সহকারী শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক দেবরাজ রাজু গত ১১ জানুয়ারী সকাল ১০:২০ মিনিটে, ১৪ জানুয়ারী সকাল ১০ টায়, ১৬ জানুয়ারী সকাল ১০ টায় এবং ১৭ জানুয়ারী সকাল ১০:৩০ টায় বিদ্যালয়ে উপস্থিত হন।
সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার জানতে পারি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজু সকাল ১০:১৫ মিনিটেও স্কুলে আসেননি। এজন্য প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আবদুল্লাহ/ আল / দীপ্ত সংবাদ