শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

দেবে যাচ্ছে নিউইয়র্ক !

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

প্রতিবছর গড়ে এক দশমিক ছয় মিলিমিটার দেবে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। এর অন্যতম কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি ও বহুতল ভবনের চাপ।

স্বপ্নের শহর নিউইয়র্ক। বিশ্বের ব্যস্ত এই শহরটিতে ৮০ লাখেরও বেশি মানুষ বাস করে। তবে সম্প্রতি এই শহর নিয়ে দুশ্চিন্তা করার মত তথ্য দিয়েছে নিউইয়র্ক পোস্ট।

এক প্রতিবেদনে তারা জানিয়েছে নিউইয়র্ক শহরে ১০ লাখেরও বেশি ভবন আছে, যেগুলোর সম্মিলিত ভর এক দশমিক সাত ট্রিলিয়ন পাউন্ডের বেশি। এসব ভারি ভারি ভবনের চাপেই দেবে যাচ্ছে শহরটি।

নাসার গবেষকরা বলছেন, লা গার্দিয়া বিমানবন্দরের রানওয়ে এরইমধ্যে তিন দশমিক সাত মিলিমিটার নিচে নেমে গেছে। অন্যদিকে ইউএস ওপেনের হোম, আর্থার অ্যাশ স্টেডিয়াম প্রতি বছর চার দশিক ছয় মিলিমিটার দেবে যাচ্ছে।।

ম্যানহাটনকে নিউ জার্সির সঙ্গে সংযুক্তকারী ইন্টার স্টে সেভেনটি এইট মহাসড়কও গড় হারের চেয়ে প্রায় দ্বিগুণ হারে দেবে যাচ্ছে। এছাড়াও গার্ডেন স্টেটের সঙ্গে স্টেটেন আইল্যান্ডকে সংযুক্তকারী হাইওয়ে ফোর ফোর জিরো নিচের দিকে নেমে যাচ্ছে।

অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছেকনি দ্বীপ, গভর্নরস দ্বীপের দক্ষিণাংশ, স্টেটেন দ্বীপের মিডল্যান্ড এবং দক্ষিণ বিচ ও দক্ষিণ কুইন্সের উপকূলীয় এলঅকা আরভার্ন বাই দ্য সি।

গবেষণায় দেখা গেছে, লোয়ার ম্যানহাটনের কিছু অংশ, ব্রুকলিন, কুইন্স ও লং আইল্যান্ড দ্রুত সমুদ্রে তলিয়ে যাচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More