৪২ ম্যাচের লিগপর্ব শেষে চূড়ান্ত লড়াইয়ের দোরগোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বর্তমানে টিকে আছে আর ৪টি দল।
ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচ দিয়ে শেষ হয় বিপিএলের লিগ পর্ব। এই দ্বৈরথের ফলাফলের মাধ্যমে এটাও নির্ধারিত হয় যে, এবারের আসরের প্লে–অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচে কে কার মুখোমুখি হবে।
টেবিলের শীর্ষে থেকে প্লে–অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ছাড়া যথাক্রমে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের শেষ চার নিশ্চিত হয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকে ২৪ রানে হারিয়েছে চিটাগং। ফলে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগং। দুই দলের পয়েন্ট সমান ১৬ হলেও নেট রান রেট গড়ে দিয়েছে ব্যবধান। চিটাগং (+১.৩৯৫) এগিয়ে আছে রংপুরের চেয়ে (+০.৫৯৬)।
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত ছিল আগেই। হারলেও তাই কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি তাদের। তাদের অর্জন ১৮ পয়েন্ট।
সর্বশেষ দল হিসেবে গতকাল প্লে–অফ নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের খুলনা। তাদের সঙ্গে লড়াইটা ছিল চলতি বিপিএলের সবচেয়ে আলোচিত–সমালোচিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর। দুই দলই সমান ৬ জয়ে ১২ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকায় পরের পর্বের টিকিট কেটেছে খুলনা। বিপরীতে বেশ কয়েকদিন আগেই লিগপর্বের শেষ ম্যাচ খেলা রাজশাহীর বিদায় নিশ্চিত হলো গতকাল।
একনজরে বিপিএলের প্লে–অফ ও ফাইনালের সময়সূচিঃ
আল