পদ্মা সেতু চালু হওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বৃদ্ধি পেয়েছে ব্যবসা–বাণিজ্য। বেড়েছে জেলার আমসহ অন্যান্য পণ্য পরিবহনের চাপ। কলকাতা থেকে দূরত্ব কম হওয়ায় ভোমরা স্থলবন্দরে বেড়েছে সম্ভাবনা।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, কলকাতা থেকে ভোমরা স্থলবন্দরের দূরত্ব মাত্র ৬০ কি.মি.। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব কমেছে ৬২ কি.মি.।
স্থলবন্দর উপ পরিচালক মামুন কবির জানান, আগে যেখানে প্রতিদিন ৩শ’ ট্রাক ঢুকত, এখন সেখানে ৪শ’ ট্রাক ঢুকছে। ২০২২ সালের মে মাসে যেখানে রাজস্ব আদায় হয়েছে ৪৩ কোটি টাকা, চলতি সালের মে মাসে রাজস্ব আদায় হয়েছে ৬৫ কোটি টাকা।
আগামীতে যদি ওয়্যার হাউজ চালু হয় তবে চট্রগ্রামের সিপোর্টের ওপর নির্ভরতা কমে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বেড়ে যাবে।
চেম্বার অব কমার্সের সহ–সভাপতি এহছান বাহার জানান, সিমেন্ট কারখানাসহ দেশের বিভিন্ন স্থানের কারখানার মালামাল ভোমরা স্থলবন্দর দিয়ে যায়। ফেরীঘাটে জ্যামের কারণে ২/৩দিন পর্যন্ত ট্রাক আটকে থাকত। এখন সে অবস্থা নেই।
সুলতানপুর বড় বাজার কাচামাল ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, ‘পদ্মা সেতু চালু হওয়ার আগে আমরা যখন আম পাঠাতাম, তখন অনেক সময় আম পচে যেত। ফেলে দিয়ে আসতাম অনেক সময়। এখন মাত্র ৪/৫ ঘন্টায় আমরা ঢাকায় আম নিয়ে যেতে পারছি।’
আবুল কাসেম/এসএ/দীপ্ত নিউজ