অর্থপাচার মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
এ বিষয়ে দুদকের আহ্বানে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সাথে ছিলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও পরিচালক আশরাফুল হাসান।
দেড় ঘণ্টার মত জিজ্ঞাসাবাদ শেষে ড. মুহাম্মদ ইউনূস দুদক কার্যালয় থেকে বের হন। এসময় গণমাধ্যমকে তিনি জানান, বিষয়টি আইনগত হওয়ায় সব তথ্য দেবেন আইনজীবী।
আইনজীবী জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ড. মুহাম্মদ ইউনূস দুদকের মুখোমুখি হতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন।
এরআগে বুধবার গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
এসএ/দীপ্ত নিউজ